
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২১ বছর বয়সী কলেজছাত্রী পূজা দাস বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তার পরিবার বিষয়টিকে রহস্যজনক বলে দাবি করেছে এবং আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।
তবে পুলিশের বক্তব্য ভিন্ন। থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন—তাদের কাছে তরুণী নিজেই বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যে সে বয়ফ্রেন্ডের সঙ্গে রয়েছে এবং ভালো আছে। তারপরও তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ পূজা দাস বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী। বাড়ি আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা গ্রামে। ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর ফেরেননি।
পরিবার সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে ব্যর্থ হয়েছে। তবে পূজার ভাই রিমন দাস এ বিষয়ে বিস্তারিত বলতে চাইছেন না। তিনি শুধু নিশ্চিত করেছেন যে জিডি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি দেখছে।
এদিকে তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান—তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় স্বেচ্ছায় কোথাও যাওয়ার সম্ভাবনা বেশি। তদন্ত শুরুর পরই তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে যেখানে লেখা—
“আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।”
পুলিশ জানায়, বার্তা পাঠানো নম্বরটি এরপর থেকে বন্ধ থাকায় সঠিকভাবে যাচাই করা যাচ্ছে না। একই কারণে ট্র্যাকিং করাও কঠিন হয়ে পড়েছে।
ওসি অলিউল ইসলাম আরও বলেন—
পরিবার কোনো ক্লু দিচ্ছে না, পুলিশের সঙ্গে সহযোগিতাও করছে না। তারপরও বিশেষ কৌশলে অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের ধারণা—তরুণী নিরাপদেই আছেন এবং খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে। উদ্ধার করা গেলে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণও জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page