
গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক নেতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় নিহত মো. রাফিউল করিম (১৮) শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ হিসেবে দায়িত্বরত ছিলেন। রাফিউল এ বছর শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
দুর্ঘটনার বিবরণ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন রাফিউল। কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুরে পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শোক ও দাবি ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে রাফিউলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে ঘাতক বাসটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনার দাবি জানান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। তবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page