রাজবাড়ীতে ১৮ টি মামলার পলাতক আসামী চাদাবাজ ও শীর্ষ সন্ত্রাশী বহিস্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নু ও তার সহযোগি হৃদয় সেখ পাপ্পু অস্ত্র ও মাদক দ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৬ নং ওয়াডের সেখপাড়া এলাকার মৃত খোন্দকার আব্দুর রশিদের ছেলে। সে বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা বিএনপির বহিস্কৃত সদস্য। ও তার সহযোগি হৃদয় সেখ পাপ্পু বালিয়াকান্দি উপজেলার শেখপাড়া এলাকার রফিক শেখের ছেলে।
রবিবার দুপুর একটা থেকে পৌনে তিনটা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিকেলে রাজবাড়ীর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লে.কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাশী, চাদাবাজ ও বহিস্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নুকে তার সহযোগিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে একটি এয়ার রাইফেল, চারটি ওয়াকিটকি চার্জার, তিনটি ওয়াকিটকি,দুটি চাকু, এক বোতল মদ, চারটি মদের খালি বোতল, চারটি মোবাইল ফোন, নগদ আটত্রিশ হাজার টাকা জব্দ করা হয়। পরে বিকেলে তাদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পুর্বের একাধীক মামলা চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page