
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর রাজস্ব আয়ের দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। গত আসরে রেকর্ড টিকিট বিক্রি ও লভ্যাংশ বন্টন করা হলেও, এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বিসিবির দেওয়া রাজস্বের ভাগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। টিকিট বিক্রি থেকে শুরু করে টিভি রাইটস—সব খাতেই এবার বড় ধরনের ধস নেমেছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য ছিল সিলেট ও চট্টগ্রাম পর্বে অন্তত ৪ কোটি টাকার টিকিট বিক্রি করার। কিন্তু চট্টগ্রাম ভেন্যু বাতিল হওয়ায় সেই লক্ষ্যমাত্রা শুরুতেই হোঁচট খেয়েছে। সিলেট পর্বে সাকল্যে টিকিট বিক্রি হয়েছে মাত্র ২ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার টাকার। ঢাকা পর্বের বাকি ম্যাচগুলো দিয়ে এই অঙ্ক ৪ কোটিতে পৌঁছাবে কি না, তা নিয়ে খোদ বিসিবি কর্মকর্তাদের মাঝেই সংশয় দেখা দিয়েছে।
ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকাকালীন একাদশ বিপিএলে রেকর্ড ১৩ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবার একটি দল কম থাকায় ম্যাচ কমেছে ১২টি, তবুও আনুপাতিক হারে অন্তত ৮ থেকে ১০ কোটি টাকার টিকিট বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দর্শকদের অনীহা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি আসরে সাধারণত ২৮ থেকে ৩২ কোটি টাকার আশেপাশে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়ে আসছে।
গত আসরে লভ্যাংশ থেকে সুপার ফোরের চার দল ৫৫ লাখ টাকা এবং বাকি দলগুলো ৫০ লাখ টাকা করে পেয়েছিল। সেই অর্থ দিয়ে অনেক দল খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেছিল। এবার বিসিবি খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত আয়ের ৩০ শতাংশ দলগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেট শূন্য থাকারই সম্ভাবনা বেশি।
টিকিটের পাশাপাশি সম্প্রচার ও মাঠের স্বত্ব থেকেও এবার আয় তলানিতে। মাত্র ১১ কোটি টাকায় বিক্রি হয়েছে টিভি রাইটস। গ্রাউন্ডস রাইটস থেকেও আশানুরূপ লাভ হয়নি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের দাবি, ম্যাচ সংখ্যা কম হওয়া এবং ভেন্যু সংকটের কারণে আয়ে প্রভাব পড়েছে।
তবে বিসিবি কর্মকর্তাদের ধারণা, প্লে-অফ ও ফাইনালসহ ঢাকার শেষ ১০টি ম্যাচে কিছুটা দর্শক ফিরতে পারে। টেনেটুনে টিকিট বিক্রি ৫ কোটি টাকায় উন্নীত হতে পারে, যা গত আসরের তুলনায় অর্ধেকেরও কম।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page