কালুখালী টাইমস

সৌদিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল

আগামীকাল (৪ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। মধ্যপ্রাচ্যের দ্রুত বিকাশমান চলচ্চিত্র শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতেই এবারের এ আয়োজনকে ঘিরে আগ্রহ তুঙ্গে—যেখানে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত তারকারা, যার মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ঐশ্বরিয়া রাই।

উদ্বোধনী ছবি ‘জায়ান্ট’

উৎসবের পর্দা উঠবে রোয়ান আথালের সিনেমা জায়ান্ট দিয়ে। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং কিংবদন্তি প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি। তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংলের ভূমিকায় আছেন পিয়ার্স ব্রসনান। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রার মতে—এই দুই চরিত্রের সম্পর্ক উৎসবের মূল থিম ‘সংযোগ ও অনুপ্রেরণা’কে প্রতিফলিত করে।

পূর্ণাঙ্গ লাইনআপ: ১১১টি চলচ্চিত্র

এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে মোট ১১১টি সিনেমা। এর মধ্যে—

  • মূল প্রতিযোগিতা বিভাগে ১৬টি চলচ্চিত্র—আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের সমান সংখ্যা।
    উল্লেখযোগ্য: সৌদির অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ (ফিলিস্তিনি পরিবারের তিন প্রজন্মের সংগ্রাম)।

  • মূল প্রতিযোগিতার জুরি সভাপতি: অস্কারজয়ী পরিচালক শন বেকার।

  • বিশেষ প্রদর্শনী: তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত

  • আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগ: অ্যাঞ্জেলিনা জোলির ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন

  • আরব স্পেকট্যাকুলার: আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬, হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড

  • ফেস্টিভ্যাল ফেভারিটস: ১২টি আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র—যেমন সুইজারল্যান্ডের অস্কার এন্ট্রি লেট শিফট, কান অংশগ্রহণকারী দ্য সিক্রেট এজেন্ট

এ ছাড়াও শিশুতোষ ছবি, ক্লাসিক বিভাগ এবং নতুন সৌদি সিনেমার জন্য আলাদা সেকশন থাকছে।

জ্বলজ্বলে তারকায় ভরপুর সূচনা

এবারের উৎসবে আবারও দেখা মিলবে বলিউড তারকাদের। আয়োজকরা নিশ্চিত করেছেন—ঐশ্বরিয়া রাই এবারের আসরে উপস্থিত থাকছেন। হলিউড তারকাদের মধ্যেও আছেন অ্যাঞ্জেলিনা জোলি, যিনি নতুন ছবির প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।

দর্শকদের জন্য আরও বড় আয়োজন

রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও ফয়সাল বালতিউর জানান,
“আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে গল্পের জন্ম থেকে রেড কার্পেটে উদযাপন—সবই একই প্ল্যাটফর্মে।”

২০২৪ সালে উৎসবে দর্শক সংখ্যা ছিল ৩০ হাজার। এবার লক্ষ্য ৪০ হাজার অংশগ্রহণকারী। দর্শকদের সম্পৃক্ত করতে থাকছে—

  • আউটডোর সিনেমা

  • পরিবারকেন্দ্রিক আয়োজন

  • ১০–১৬ বছর বয়সী নতুন নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’

মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা ও বৈচিত্র্য তুলে ধরতে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল এখন বৈশ্বিক সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার

পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করায় কৃষকের মাথায় হাত

এস,কে পাল সমীর: রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের

কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদকজাত ট্যাবলেটসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো: জনি

রাজবাড়ী-২ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা বাতিল ৫

এস,কে পাল সমীর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ সংসদীয় আসনে দাখিল করা ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা

পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত

এস,কে পাল সমীর : প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার

রাজবাড়ী কারাগারের সামনে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে গুলি

রাজবাড়ী জেলা কারাগারের সামনে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

You cannot copy content of this page