
আগামীকাল (৪ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম আসর। মধ্যপ্রাচ্যের দ্রুত বিকাশমান চলচ্চিত্র শিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতেই এবারের এ আয়োজনকে ঘিরে আগ্রহ তুঙ্গে—যেখানে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত তারকারা, যার মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ঐশ্বরিয়া রাই।
উদ্বোধনী ছবি ‘জায়ান্ট’
উৎসবের পর্দা উঠবে রোয়ান আথালের সিনেমা জায়ান্ট দিয়ে। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং কিংবদন্তি প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি। তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংলের ভূমিকায় আছেন পিয়ার্স ব্রসনান। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রার মতে—এই দুই চরিত্রের সম্পর্ক উৎসবের মূল থিম ‘সংযোগ ও অনুপ্রেরণা’কে প্রতিফলিত করে।
পূর্ণাঙ্গ লাইনআপ: ১১১টি চলচ্চিত্র
এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে মোট ১১১টি সিনেমা। এর মধ্যে—
-
মূল প্রতিযোগিতা বিভাগে ১৬টি চলচ্চিত্র—আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্যের সমান সংখ্যা।
উল্লেখযোগ্য: সৌদির অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ (ফিলিস্তিনি পরিবারের তিন প্রজন্মের সংগ্রাম)। -
মূল প্রতিযোগিতার জুরি সভাপতি: অস্কারজয়ী পরিচালক শন বেকার।
-
বিশেষ প্রদর্শনী: তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত।
-
আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগ: অ্যাঞ্জেলিনা জোলির ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন।
-
আরব স্পেকট্যাকুলার: আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬, হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড।
-
ফেস্টিভ্যাল ফেভারিটস: ১২টি আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র—যেমন সুইজারল্যান্ডের অস্কার এন্ট্রি লেট শিফট, কান অংশগ্রহণকারী দ্য সিক্রেট এজেন্ট।
এ ছাড়াও শিশুতোষ ছবি, ক্লাসিক বিভাগ এবং নতুন সৌদি সিনেমার জন্য আলাদা সেকশন থাকছে।
জ্বলজ্বলে তারকায় ভরপুর সূচনা
এবারের উৎসবে আবারও দেখা মিলবে বলিউড তারকাদের। আয়োজকরা নিশ্চিত করেছেন—ঐশ্বরিয়া রাই এবারের আসরে উপস্থিত থাকছেন। হলিউড তারকাদের মধ্যেও আছেন অ্যাঞ্জেলিনা জোলি, যিনি নতুন ছবির প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।
দর্শকদের জন্য আরও বড় আয়োজন
রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও ফয়সাল বালতিউর জানান,
“আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছি, যেখানে গল্পের জন্ম থেকে রেড কার্পেটে উদযাপন—সবই একই প্ল্যাটফর্মে।”
২০২৪ সালে উৎসবে দর্শক সংখ্যা ছিল ৩০ হাজার। এবার লক্ষ্য ৪০ হাজার অংশগ্রহণকারী। দর্শকদের সম্পৃক্ত করতে থাকছে—
-
আউটডোর সিনেমা
-
পরিবারকেন্দ্রিক আয়োজন
-
১০–১৬ বছর বয়সী নতুন নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’
মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা ও বৈচিত্র্য তুলে ধরতে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল এখন বৈশ্বিক সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।





