
অস্ট্রেলিয়ান ফুটবলার আরহাম ইসলাম আবারও আলোচনায়।
বাংলাদেশের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলেও তিনি ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলের স্কোয়াডে।
২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলেছিলেন ১৭ বছর বয়সী আরহাম। তবে টুর্নামেন্টের পর তাকে আর বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।
অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড অনুযায়ী ডিসেম্বরের এসবিএস কাপে অংশ নেবেন আরহাম।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জাপানে।
অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে।
২০ ডিসেম্বর মুখোমুখি হবে শিজুওকা প্রিফেকচারের দল এবং ২১ ডিসেম্বর খেলবে জাপানের বিপক্ষে শেষ ম্যাচ।
আরহাম বর্তমানে ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন।
কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্স সত্ত্বেও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্পে সুযোগ পাননি তিনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভও দেখা গেছে।





