
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাকে মারধরের অভিযোগে এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে এলাকাবাসী। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম খলিল (৩০)। তিনি টেপিরবাড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের ওপর নির্যাতন চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে খলিল তার দিকে ইট ছুড়ে মারেন। এতে খোদেজা বেগম আহত হন।
ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রথমে খলিলকে বাড়ির পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলেও তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে স্থানীয়রা ছাতিরবাজার–টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে রাখে।
এ ঘটনায় এলাকাবাসী খলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,
“মাকে মারধরের ঘটনায় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





