
জাকির হোসেন পাটোয়ারী :রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। মধু সিকদার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের মাবু সিকদারের ছেলে।
বুধবার (৭ জানুয়ারী) রাত ১১ টা সময় বাড়ির পাশে নজির আহমেদ মিয়ার জাম গাছের ডালের সাথে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করেছে।
আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মধু সিকদার মঙ্গলবার রাত ১০ টার সময় বাড়িতে পরিবারের সদস্যদের উপর অভিমান করে পার্শ্ববর্তী এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যায়। কিছুক্ষণ পর বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে যাওয়া জন্য চলে আসেন। তবে নিজ বাড়িতে না ফিরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৭ টার সময় নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে দেখেন, তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সাথে মধু সিকদার গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে নজির আহমেদ মিয়া, মধু সিকদারের ছেলেদের সংবাদ দিলে ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে তার পিতার গলার রশি খুলে মাটিতে নামিয়ে আনলে তার পিতা মধু সিকদারকে মৃত অবস্থায় পায়। দীর্ঘদিন যাবৎ মধু সিকদারের সাথে পরিবারের লোকজন ঝগড়াঝাটি ও খারাপ আচরণ করতো। এলাকাবাসীর ধারণা, পারিবারিক খারাপ আচরণের কারণে হয়তো মধু সিকদার আত্মহত্যা করেছেন। এ সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।





