
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই এবং অস্বাস্থ্যকর মাংস বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি কসাইখানা থেকে উদ্ধারকৃত অসুস্থ পশুর মাংস জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। গোপন সংবাদের ভিত্তিতে কসাইখানায় তল্লাশি চালিয়ে অসুস্থ পশুর সন্ধান পায় প্রশাসন।
অভিযান চলাকালে পশু হাসপাতালের বিশেষজ্ঞরা (ভেটেরিনারিয়ান) উদ্ধারকৃত মাংস পরীক্ষা করে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভক্ষণ অযোগ্য বলে ঘোষণা করেন। পরবর্তীতে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ১৭ ও ১৮ ধারা অনুযায়ী উক্ত মাংস জনসম্মুখে কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কসাইখানাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”
অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।





