
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে মোবাইল ফোনে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খান গ্রেপ্তার হয়েছেন।
রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২ ও ২৭ ধারায় মামলা দায়েরের পর বগুড়া থেকে তাঁকে যৌথ বাহিনী আটক করে ঢাকায় নিয়ে আসে।
পুলিশের দাবি, সাকিব নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে এক পুলিশ কর্মকর্তার পদায়নের জন্য ঘুষের প্রস্তাব দেন।আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁর পরিবার বলছে—এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার, কারণ সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেছিলেন।





