
আজ ১৫৩তম জন্মদিন মহান নেতা, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও জননেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের। ১৮৭৩ সালের এই দিনে বরিশালের চাখার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ মানুষ তাঁকে ভালোবেসে ডাকত “হক সাহেব” নামে।
ছোটবেলা থেকেই অসাধারণ মেধা ও নেতৃত্বগুণে অনন্য ছিলেন শেরেবাংলা। ইংরেজি, গণিত ও আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর সততা, দক্ষতা ও ন্যায়নিষ্ঠা তাঁকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
শেরেবাংলা ফাউন্ডেশন, বরিশালের চাখার এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
১৯৬২ সালের ২৭ এপ্রিল, ৮৮ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। তাঁর অবদান আজও বাঙালির রাজনৈতিক ইতিহাসে অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।
#শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ





