
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট এক ব্যক্তিকে দণ্ডিত করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলার দেওকোল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি, রাজবাড়ী।
অভিযানে ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জনকে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো: খলিল মিয়া (পিতা: সালাহউদ্দিন মিয়া), সাং—মিয়াপাড়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। আদালত তাকে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় এ শাস্তি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।





