
রাজবাড়ী জেলা কারাগারের সামনে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে জামিনে মুক্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরলক্ষ্মীপুর এলাকায় জেলা কারাগারের মূল গেটের সামনে এই দুঃসাহসিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডল সন্ধ্যায় জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। জেল গেট থেকে বের হওয়ার পরপরই স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে ৮-১০ জন যুবক তাকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নয়ন মন্ডল প্রাণে বেঁচে যান এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আক্রমণকারীরা পালিয়ে যায়।
সূত্রমতে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সন্ত্রাসী পিয়ারুল ও শিমুল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। জামিনে মুক্তি পাওয়া নয়ন মন্ডল পিয়ারুল গ্রুপের সক্রিয় সদস্য। পিয়ারুলের প্রতিপক্ষ শিমুল গ্রুপের শিমুল, সাব্বির ও কিবরিয়া পূর্বপরিকল্পিতভাবে নয়নকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা ঘটনাস্থল থেকে একটি অব্যবহৃত তাজা অ্যামুনিশন (গুলির কার্তুজ) উদ্ধার করেছি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। বর্তমানে কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।




