কালুখালী টাইমস

পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করায় কৃষকের মাথায় হাত

এস,কে পাল সমীর: রাজবাড়ীর পাংশায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতের কোন একসময় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের ‘চিনের মাদে’ নামক মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের মাথায় হাত উঠেছে।

ভুক্তভোগী কৃষক ওই ইউনিয়নের পাট্টা গ্রামের মৃত হেদায়েত আলী বিশ্বাসের ছেলে বসির আহম্মেদ।

জানা গেছে, ‘চিনের মাদে’ মাঠে কৃষক বসির আহম্মেদ মালিকানাধীন ৪৪ শতক জমিতে দীর্ঘদিন মুড়িকাটা পেঁয়াজের চাষ করে আসছিলেন। সোমবার গভীর রাতে কে বা কারা ক্ষেতের এক পাশ থেকে পেঁয়াজ গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। উপড়ে ফেলা পেঁয়াজ গাছ আশপাশের জমি ও ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেয়া হয়েছে। এতে পাশের অন্যান্য ক্ষেতের পেঁয়াজও বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী কৃষক বসির আহম্মেদ বলেন, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে জমিতে এসে পেঁয়াজ ক্ষেতের এমন অবস্থা দেখতে পাই। আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কিন্তু কেন আমার ক্ষতি করা হলো? কারো শত্রুতা থাকলে সে আমার সঙ্গে কথা বলুক। ফসলের ক্ষতি কেন করবে?
এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় এলাকাবাসী জানান, ফসলের সঙ্গে শত্রুতা সত্যিই দুঃখজনক। এমন অমানবিক কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা নিজেরাও এখন নিজেদের ফসল নিয়ে আতঙ্কে আছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা যেন আর কারো ফসলের ক্ষতি না করে—এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগেও একই জমির অন্য পাশে একই কায়দায় রাতের আঁধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছিল। বারবার এ ধরনের ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নিজেদের ফসল নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশে আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’।

‘খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না কোনোভাবেই’: রাজবাড়ীর সিভিল সার্জনের জরুরি সতর্কতা

শীত মৌসুমের শুরুতেই নিপাহ ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে কঠোর সতর্কতা জারি করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নিপাহ ভাইরাস থেকে

পাংশায় পণ্যে পাটজাত মোড়ক না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।   বুধবার (৭ জানুয়ারি)

দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আজমীর আলম (৫০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার সোর্দি মাতুব্বর পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে

কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) কালুখালী উপজেলার

পাংশায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও

এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার

You cannot copy content of this page