
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সেই আলোচিত বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) আর নেই। রাজনৈতিক আদর্শের প্রতি অনন্য এক আবেগ ও কঠোর প্রতিজ্ঞার কারণে স্থানীয়ভাবে সুপরিচিত এই মানুষটি শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে থেকে তিনি টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে। সেই সময় দোয়া ও খাবারের আয়োজনে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা এবং রান্নার হাঁড়ি ফেলে দেওয়ার ঘটনায় তিনি চরম ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন। এরপরই তিনি প্রতিজ্ঞা করেন—বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত মুখে তুলবেন না।
নিহত নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, দীর্ঘ এই এক দশকের বেশি সময় ধরে তাঁর বাবা ভাতের বদলে কলা, রুটি, চিড়া ও বিভিন্ন শুকনো খাবার খেয়ে জীবনধারণ করেছেন। পরিবারের সদস্যরা বহুবার তাঁকে ভাত খাওয়ানোর চেষ্টা করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই প্রতিজ্ঞার মর্যাদা রক্ষা করে গেছেন।
নিজাম উদ্দিনের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর রাজনৈতিক বিশ্বাসের প্রতি এই একাগ্রতাকে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁর এই ব্যতিক্রমী জীবনযাপন এবং দলের প্রতি আনুগত্য দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অম্লান থাকবে বলে মনে করছেন তাঁর গ্রামবাসী।
আজ জুমার নামাজ শেষে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।





