কালুখালী টাইমস

এলপিজি সংকট : আমদানিতে সরকারি সক্ষমতার অভাব ও বড় কোম্পানির অচলতায় ভোগান্তি

টানা দুই সপ্তাহ ধরে চলা এলপিজি গ্যাসের তীব্র সংকট নিরসনে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সহসা মিলছে না সমাধান। এলপিজির বাজার প্রায় সম্পূর্ণ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকায় সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে সরকার নিজেই গ্যাস আমদানির কথা বলা হলেও, আমদানিকৃত গ্যাস বোতলজাত ও বিতরণের পর্যাপ্ত সক্ষমতা সরকারের নেই। ফলে বিদ্যমান সংকটের সমাধান হতে আরও অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশে বার্ষিক এলপিজির চাহিদা ১২ থেকে ১৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারি অংশীদারিত্ব মাত্র ২ শতাংশ। সরকারি প্রতিষ্ঠান ‘এলপি গ্যাস লিমিটেড’ বছরে মাত্র ৩৩ হাজার মেট্রিক টন গ্যাস উৎপাদন করে, যা চাহিদার তুলনায় নগণ্য। বাকি ৯৮ শতাংশ চাহিদাই মেটায় বেসরকারি কোম্পানিগুলো। গত ডিসেম্বরে দেশের ২৩টি আমদানিকারক কোম্পানির মধ্যে মাত্র ১০টি কোম্পানি গ্যাস আমদানি করেছে, বাকি ১৩টি কোম্পানি ডলার সংকট ও অভ্যন্তরীণ সমস্যায় আমদানি করতে পারেনি।

খাত-সংশ্লিষ্টরা জানান, সংকটের মূলে রয়েছে বাজারের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অচল অবস্থা।

  • বড় কোম্পানির সরবরাহ বন্ধ: বসুন্ধরা গ্রুপ পর্যাপ্ত আমদানি করতে পারছে না। অন্যদিকে, রাজনৈতিক পটপরিবর্তনে বেক্সিমকো ও এস আলম গ্রুপের মতো প্রভাবশালী কোম্পানিগুলোর অবস্থাও নাজুক।

  • ডলার ও এলসি জটিলতা: অনেক কোম্পানি সময়মতো ঋণপত্র (এলসি) খুলতে পারছে না।

  • মজুতদারি: বড় কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের আশঙ্কায় আগাম মজুত শুরু করেছেন, যা কৃত্রিম সংকটকে আরও উসকে দিয়েছে।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, সংকট কাটাতে আমদানির ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং এলসি খোলার ক্ষেত্রে ২৭০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, আমদানির বিকল্প নেই। তিনি বলেন, “ব্যবসায়ীরা সাড়া না দিলে সরকারকে এলপিজি আমদানি শুরু করতে হবে।” তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানির পর তা সিলিন্ডারজাত করার অবকাঠামো তৈরিতে দীর্ঘ সময় ও বিশাল বিনিয়োগ প্রয়োজন।

 জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম মনে করেন, দামের চেয়েও এখন বড় সমস্যা হলো সরবরাহ নিশ্চিত করা। সরবরাহ না বাড়লে ভোগান্তি কমবে না। অন্যদিকে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর সহসভাপতি হুমায়ুন রশীদ আশার বাণী শুনিয়েছেন। তিনি জানান, অল্প অল্প করে কার্গো আসা শুরু হয়েছে এবং আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে।   বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া

ধস নেমেছে বিপিএলের রাজস্বে: বিপিএলের টিকিট বিক্রিতে সর্বনিন্ম , বকেয়া মেটানোর আশায় ‘গুড়ে বালি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর রাজস্ব আয়ের দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। গত আসরে রেকর্ড টিকিট বিক্রি ও লভ্যাংশ বন্টন করা

রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সাগর শেখ (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বড় অঙ্কের নগদ অর্থ

এলপিজি সংকট : আমদানিতে সরকারি সক্ষমতার অভাব ও বড় কোম্পানির অচলতায় ভোগান্তি

টানা দুই সপ্তাহ ধরে চলা এলপিজি গ্যাসের তীব্র সংকট নিরসনে সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সহসা মিলছে না সমাধান। এলপিজির বাজার প্রায় সম্পূর্ণ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তা শঙ্কা বাড়বে: বিসিবিকে আইসিসির চিঠি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে দেওয়া এক চিঠিতে জানানো হয়েছে,

ডায়াপার ফেলা নিয়ে বিরোধ: বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচংয়ে ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিবাদের জেরে চাচাতো ভাইয়ের হাতে ফাহিমা আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী নৃশংসভাবে খুন হয়েছেন। রোববার (১১ জানুয়ারি)

You cannot copy content of this page